কেরানীগঞ্জে শ্যামলী পরিবহনের বাস উঠে গেলো আইল্যান্ডে, আহত ১০
দক্ষিণ কেরানীগঞ্জে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডে উঠে গেছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে কুচিয়ামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া আহতরা হলেন মো. তোফাজ্জল হক (৬৮), তৃষ্ণা মণ্ডল (৫৭), ঐশী মণ্ডল (২৬), মো. মনির হোসেন (২৬), মো. আসিফ (২০), রিপন (৪৫), মোছা. ফরিদা বেগম (৬৫)। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও যানজটে বছরে ক্ষতি ১ লাখ ৭৫ হাজার কোটি
আহতদের হাসপাতালে নিয়ে আসা কুচিয়ামারা টোল প্লাজার ওসমান গনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি ঢাকায় আসার পথে কেরানীগঞ্জের কুচিয়ামারা টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে ১০ জন আহত হন। তাদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত সাতজন ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে।
কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ: ফরিদা আখতার
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব