ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৭ মার্চের ভাষণ বিকৃতির চেষ্টা হয়েছে বারবার : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১২ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে বাঙালি জাতির এগিয়ে যাবার অনুপ্রেরণা। তবে বারবার এ ভাষণকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
 
শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণা। এই ভাষণ-ই আমাদেরকে পথ দেখিয়েছে। এই ভাষণের প্রতিটি শব্দ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের সেই চেতনা এনে দেয় এবং মাথা উঁচু করে চলার মনোবল দেয়। এবং যেকোনো অবস্থা মোকাবেলা করার এবং শত্রুকে দমন করার পথ শেখায়। সুতরাং এই ভাষণের আবেদন কোনোদিন শেষ হবে না। শেষ হয়নি।’

তিনি আরো বলেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মধ্যে ৭ মার্চের ভাষণ স্থান পেয়েছে অথচ বাংলাদেশে একদিন এই ভাষণের ওপর উপরই অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা ছিল যে, এই ভাষণ বাজানো ও শোনা যাবে না। এই ভাষণ যুগ যুগ ধরে শোষিত ও বঞ্চিত মানুষকে প্রেরণা দেবে, শক্তি যোগাবে।’

নতুন প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, আমরা একটি দেশকে স্বাধীন করেছি। এই দেশ আমাদের এবং এই দেশের মানুষগুলো আমোদের। আমরা প্রত্যেকে মাথা উঁচু করে চলতে চাই।’

এএসএস/এসএইচএস/আরআইপি