সাংবাদিক জাহেদের ওপর হামলাকারীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি
চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলামের ওপর হামলা ও ছিনতাই মামলার প্রধান আসামি হাসান বৈদ্যকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (১০ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে এসব কর্মসূচি করা হয়।
মানববন্ধন ও সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করে। লাঞ্ছিত সাংবাদিক জাহেদুল ইসলাম দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সাঙ্গু পত্রিকার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, অর্থ সম্পাদক খোকন সুশীল, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকসী সিকদার ও সাধারণ সম্পাদক দেশপ্রিয় বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক জাহেদের ওপর হামলার ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও, মামলার প্রধান আসামি হাসান বৈদ্যকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানা হচ্ছে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কলামিস্ট মোহাম্মাদ হোসেন, লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান মাসুদ, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, ডা. কামাল উদ্দিন, মনির আহমদ আজাদ, দৈনিক সাঙ্গু'র স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম সবুজ, সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এশিয়ান টিভি প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, লোহাগাড়া সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি এমএএইচ রাব্বিসহ উপজেলার প্রায় সব গণমাধ্যমকর্মী।
এমডিআইএইচ/এসএএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার