ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিশু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৩ মার্চ ২০১৬

শিশু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ শিশু-কিশোর পর্যবেক্ষণ সোসাইটি। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত  মানববন্ধনে তারা এ দাবি জানান।  

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ক্রমাগত শিশু হত্যা বাড়ছে। বিষয়টি যেন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।

বিভিন্ন ঘটনাগুলো পর্যবেক্ষণে দেখা গেছে, পারিবারিক কলহ, যৌতুক, অনৈতিক সম্পর্ক, মুক্তিপণ না পাওয়া, সম্পত্তি নিয়ে বিরোধ, মাদকাসক্তির কারণেই বেশি শিশু হত্যা হয়েছে। গত বছর ৪৩ শিশু মা, বাবা বা কোনো আত্মীয়ের হাতে প্রাণ হারিয়েছে। ২০১৪ সালেও এভাবে খুন হয় ১৫ শিশু। তবে গত ফেব্রুয়ারিতেই খুন হয়েছে ৫৫ শিশু। যা অতিতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

সংগঠনের সভাপতি ইয়াসমিন আক্তার সিমার সভাপতিত্বে  মানববন্ধনে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আলমগীর মজুমদার, সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির হিরু, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, মানববাধিকার জোটের মহাসচিব সাংবাদিক মিলন মল্লিক, স্বাধীনতার পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, ন্যাশনাল ওয়ার্কাস ফেডারেশন সাধারণ সম্পাদক জয়নাল আবদিন প্রমুখ।

এএস/এএইচ/এবিএস