কোনো অনিয়ম সহ্য করবে না ইসি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। রোববার নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকের এ কথা জানান তিনি।
শাহ নেওয়াজ বলেন, কিছু কিছু জায়গা থেকে সংঘর্ষের অভিযোগ এসেছে। আমরা স্থানীয় ও পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে বলেছি। তবে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
তিনি বলেন, যেখানে অনিয়ম সেখানেই জিরো টলারেন্স। কেউ যেন কারো উপর চড়াও হতে না পারে। নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেজন্য সবাইকে নির্দেশ দিয়েছি। কারো যদি অবেহেলা দেখি তাহলে তাদেরকেও ছাড় দেব না।
নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা ও কাজের মাধ্যমে সুন্দর নির্বাচন হবে। কারো গাফিলতির কারণে যাতে নির্বাচন নষ্ট না হয়, সে ব্যাপারে আমরা খেয়াল রাখছি এবং নির্দেশনাও দিয়েছি।
আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, বিধি লঙ্ঘনকারীরা যে পর্যায়ের লোকই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং নিচ্ছি। আচরণ বিধি যারাই লঙ্ঘন করবেন তাদেরকে ছাড় না দেয়ার জন্য রিটানিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। নজরে যেগুলো আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা এ ধরনের পদক্ষেপ নিতে বিন্দু পরিমাণ পিছপা হব না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমেই আমরা নির্বাচনের দিকে খেয়াল রাখছি। কোন দল কতখানি নাখোশ হল অথবা কোন দল কতটুকু বিরক্ত হল সেদিকে আমরা নজর রাখছি না। আপনারা দেখেছেন আমরা সর্বোচ্চ পর্যায়ের লোকদের বিরুদ্ধে মামলাও করেছি। ভবিষ্যতে তারা যেন অপ্রিয় কাজ করতে না পারে অথবা নির্বাচন ব্যাহত হওয়ার মত কোনো কাজ করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছি।
তিনি বলেন, আমরা দলমত নির্বিশেষে একটা সুন্দর নির্বাচন চাই। যারা দায়িত্ববান লোক তারা আমাদের আরো সহযোগিতা করবে এটাই আমাদের প্রত্যাশা। কেউ যদি বাধার সৃষ্টি করেন, আচরণ বিধি লঙ্ঘনে সহযোগিতা করেন, তাহলে অবশ্যই তাদেরকে ছাড় দেব না । কারণ নির্বাচনটা মানুষের একটা অধিকার। এটা সুষ্ঠুভাবে হোক এটা মানুষও চায়, আমরাও চাই। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে কোনো পিছপা হব না।
শাহ নেওয়াজ বলেন, জাতীয় নির্বাচন থেকে স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত সবার সহযোগিতা দরকার হয়। সবাই যেন এ ব্যাপারে সহযোগিতা করেন এটাই আমাদের অনুরোধ। তারা আইনগতভাবে আমাদের সহযোগিতা করবেন এটাই আমাদের অনুরোধ বা নির্দেশ।
এইচএস/এসকেডি/পিআর