চট্টগ্রামে ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন এলাকা থেকে তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার আকবর শাহ থানাধীন গ্লাসকো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন পূর্ব ডিমাতলী গ্রামের মৃত শাহ আলমের মেয়ে রিনা আক্তার নিপু (২০), একই গ্রামের আবুল কালামের মেয়ে মোছা. তানিয়া বেগম (২০) এবং মৃত সোলায়মানের মেয়ে রাবেয়া বেগম (২৫)।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আকবর শাহ থানাধীন গ্লাসকো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালিয়ে একটি বাস থেকে তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে যাত্রীবাহী বাসে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাদক কারবারি ও সেবনকারীদের কাছে চড়া দামে বিক্রি করে আসছিলেন। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব-৭।
ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো
- ২ পল্টনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি, ঢামেকে মৃত্যু
- ৩ শাহজালালে লাগেজ কাটা বন্ধে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন
- ৪ দিপু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে: ধর্ম উপদেষ্টা
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত