ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শত মণ জাটকা ও সাড়ে ৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৪ মার্চ ২০১৬

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১শ মণ জাটকা ও ৮ লাখ ৫৬ হাজার ৮শ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল ও আজ সোমবার অভিচাল চালিয়ে এসব জব্দ করা হয়।    

কোস্টগার্ড সদর দফতরের গোয়েন্দা উপ-পরিচালক কমান্ডার এ কে এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জাগো নিউজকে তিনি বলেন, গোপন নজরদারির ভিত্তিতে জানতে পেরে এসব কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ করা হয়।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান মারুফ হাসান।

জেইউ/এনএফ/আরআইপি