ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বর্ণিল আয়োজনে ডিএমপির ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৩ এএম, ০৪ জুলাই ২০২৩

 

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে যোগ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এ আয়োজনে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।jagonews24এদিকে, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাদ্যযন্ত্রের পরিবেশনায় ছিলেন বাঁশিতে কামরুল আহম্মেদ, সেতারে জ্যোতি ব্যানার্জী, তবলায় পল্লব স্যানাল ও এসরাজে আশিকুল আবির।

ঈদ-পরবর্তী ঈদ পুনর্মিলনীর এ মিলনমেলায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন পুলিশ কর্মকর্তা ও তাদের সহধর্মিনী, নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরএসএম/এএএইচ