ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিআরটিএ’র অভিযানে ২৭ মামলা

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৫ মার্চ ২০১৬

লাইসেন্সবিহীন ড্রাইভিং ও যানবাহন এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে রাজধানীর গুলিস্তানে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
 
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ২৭ মামলা, ১৫ হাজার ছয়শ টাকা জরিমানা এবং দুই সিএনজি ডাম্পিংয়ে পাঠানো হয়।
 
একজন নারী ম্যাজিস্ট্রেটসহ সাতজন ম্যাজিস্ট্রেট দিয়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
৩ নং আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম জানান, অভিযানে মোট ২৭টি মামলা হয়েছে। ফিটনেস না থাকা ও বেশি যাত্রী বহনের কারণে সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে দু’টি সিএনজি। এসময় পুলিশের ও ব্যাংক কর্মকর্তারও যানবাহন বাদ যায়নি।
 
ট্রাফিক নবাব আলী জানান, বিআরটিএ যে উদ্যোগ নিয়েছে তা সফল হতে পারে। যদি নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। গত কয়েক দিনের অভিযানে রাস্তায় কাগজ ও ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা কমে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

জেইউ/এএইচ/পিআর