ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঝিনাইদহে চিকিৎসক হত্যার দায় স্বীকার আইএসের

প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৫ মার্চ ২০১৬

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় শিয়া মতবাদের প্রচারক ও হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সোমবার রাত ১০টার দিকে উপজেলার গান্না এলাকায় ওই চিকিৎসককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী গোষ্ঠী সাইট ইন্টেলিজেন্স মঙ্গলবার আইএসের দায় স্বীকারের তথ্য জানিয়েছে। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৪৫)। কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সহিংসতার মাত্রা বেড়েছে। তবে দেশটির সরকার আইএসের দায় স্বীকারকে প্রত্যাখ্যান করে স্থানীয় জঙ্গিরা সহিংসতায় জড়িত বলে দাবী করছে।

is

যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গোষ্ঠী বলছে, রাজধানী ঢাকা থেকে ১৬১ কিলোমিটার পশ্চিমের জেলা ঝিনাইদহে সোমবার রাতে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে আইএস। আইএসের বরাত দিয়ে সাইট জানিয়েছে, বাংলাদেশে খেলাফতের সৈন্যরা মুশরিক ধর্মত্যাগী রাফিধা (শিয়া) মতবাদের প্রচারক হাফিজ আব্দুল রাজ্জাককে হত্যা করতে সক্ষম হয়েছে।

নিহত ওই চিকিৎসক শিয়া মতবাদের প্রচারক ছিলেন বলে আইএস দাবী করলেও পুলিশ তা অস্বীকার করে বলছে, আব্দুল রাজ্জাক হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।

উল্লেখ্য, সোমবার রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকার খোমেনি হোমিও হল নামে ওষুধের দোকান থেকে নিজ বাসায় ফিরছিলেন আব্দুল রাজ্জাক। এ সময় গান্না এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এসআইএস/এবিএস