ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৩ এপ্রিল

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৫ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের নির্বাচন চলতি বছরের ২৩ এপ্রিল (শনিবার)। এসময় ৬৮৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা/ সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ (বুধবার)। ২৯ থেকে ৩০ মার্চ মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল (বুধবার)।

প্রসঙ্গত, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ হবে ২২ মার্চ। আর তৃতীয় পর্যায়ের ভোট হবে ২৯ মার্চ।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৯ (৩) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। এ হিসাবে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুনের মধ্যে সবগুলো ইউপির নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। দেশে ১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩ এবং ২০১১ সালে মোট আটবার ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে।

এইচএস/একে/আরআইপি