ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ইমোতে ৭ দিনের প্রেমে পৌনে ৬ লাখ টাকা খোয়ালেন তরুণ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১১ জুলাই ২০২৩

উপজেলা ভাইস চেয়ারম্যানের মেয়ে পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এক নারী। মাত্র সাতদিনের প্রেমের সম্পর্কের সূত্রে ওই তরুণের কাছ থেকে পৌনে ৬ লাখ (৫ লাখ ৮২ হাজার) টাকা হাতিয়ে নেন ওই নারী। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা নেওয়ার পর যখন আরও ৫০ হাজার টাকা দাবি করেন, তখন ভুক্তভোগী তরুণ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপর প্রতারণার অভিযোগ এনে তিনি আদালতে মামলা করেন।

মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ জিহান সানজিদার আদালতে মামলাটি করা হয়। চট্টগ্রামের লোহাগাড়া থানার মাহমুদুল হাসান জিসান (১৯) এই মামলা করেন।

আরও পড়ুন: ইমোতে প্রেম, বিয়ের সব আয়োজনও সম্পন্ন, এলো না বর 

আদালত মামলা গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন। বাদী মাহমুদুল হাসান জিসান লোহাগাড়া থানার কলাউজান গ্রামের আবুল হাশেমের ছেলে।

মামলায় মুন্নী আকতার ওরফে জান্নাতুল ফেরদৌসকে বিবাদী করা হয়েছে। মুন্নী আকতারের বাবার নাম দেওয়া হয়েছে ‘অজ্ঞাত পরিচয়’ হিসেবে। ঠিকানা উল্লেখ করা হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার চেয়ারম্যান ভবন। মামলার আরজিতে বিবাদীর তিনটি মোবাইল ফোন নম্বর এবং দুটি ইমো নম্বর দেওয়া হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ১ জুলাই অপরিচিত নম্বর থেকে কল আসে ভিকটিম জিসানের ব্যবহৃত মোবাইল ফোনে। অপরপ্রান্তে নারী কণ্ঠে একজন নিজেকে চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের মেয়ে পরিচয় দিয়ে কথা বলেন। এরপর ৬ জুলাই সকাল পর্যন্ত বিভিন্নভাবে ভিকটিমের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ লাখ ৮২ হাজার টাকা নেন।

আরও পড়ুন: ডেটিং অ্যাপে বন্ধুত্ব-প্রেম-ডেট, অতঃপর... 

এসব টাকা ৬ জুলাই বিকেলে ভিকটিমের ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা বলেন ওই নারী। কিন্তু ব্যাংক হিসাবে ওইদিন কোনো টাকা জমা না হওয়ায় ভিকটিম ওই নারীকে ফোন করে টাকা ফেরত চান। কিন্তু ওই নারী প্রেমের সম্পর্ক বহাল রাখার স্বার্থে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। ভিকটিম ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করে আগের ৫ লাখ ৮২ হাজার টাকা ফেরত চান। এতে ওই নারী ক্ষিপ্ত হয়ে ভিকটিমের সঙ্গে তার কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মওলা মুরাদ। তিনি বলেন, সরলতার অজুহাতে ইমোতে পরিচয়ের সূত্র ধরে সুসম্পর্ক তৈরি করে বাদীর কাছ থেকে ৫ লাখ ৮২ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। মঙ্গলবার এ বিষয়ে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। আদালত মামলা গ্রহণ করেছেন। সিআইডিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।

ইকবাল হোসেন/কেএসআর/জিকেএস