ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কর্ণফুলী ভরাট করে স্থাপনা: আইএমএস গ্রুপকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:২৪ এএম, ১২ জুলাই ২০২৩

চট্টগ্রামে কর্ণফুলী নদী ভরাট করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাংলাবাজার ঘাট এলাকায় এ অভিযান চলে।

অভিযানে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে আইএমএস গ্রুপের চেয়ারম্যান আবুল বশর আবুকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী এ অভিযানে নেতৃত্ব দেন।

এর আগে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকায় নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু হলে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ এবং সাধারণ সম্পাদক আলীউর রহমান বিষয়টি জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নজরে আনেন। এসময় জেলা প্রশাসন নদী দখল করে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এরপর কর্ণফুলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

CTG-Ims-2.jpg

আরও পড়ুন: ইমোতে ৭ দিনের প্রেমে পৌনে ৬ লাখ টাকা খোয়ালেন তরুণ

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী জানান, চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাংলাবাজার ঘাট এলাকায় কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এতে নদীর জমি দখল করে স্থাপনা তৈরি করার প্রমাণ পেয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নদী ভরাট করে যে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল, তা উচ্ছেদ করা হয়।

ইকবাল হোসেন/এমএইচআর/এমএস