ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: বাল্কহেডের চালক-মাস্টারসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৭ জুলাই ২০২৩

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে নৌ পুলিশ।

আটকরা হলেন- বাল্কহেডের মাস্টার মো. শরিফুল ইসলাম (৩৫), চালক মো. আনছার আলী (৩৭), সুকানি মো. সজীব সরদার (২৭), লস্কর মো. সিয়াম বেপারী (২০), মো. সফিউল গাজী (২২) ও বাবুর্চি মো. মাসুদ মুন্সি (৪৮)।

আরও পড়ুন: মরদেহ ভেসে উঠলে উদ্ধার তৎপরতা চালানো হবে: ফায়ার সার্ভিস

সোমবার (১৭ জুলাই) বিকেলে নৌ পুলিশের ঢাকা বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, সদরঘাট এলাকার আশপাশে অভিযান চালিয়ে আজ তাদের আটক করা হয়। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আটকদের থানায় হস্তান্তর করা হবে।

এদিকে ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন তরুণ ও দুজন পুরুষ। এছাড়া জীবিত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। ডুবে যাওয়া ওয়াটার বাসটিও পানি থেকে উত্তোলন করা হয়েছে।

আরও পড়ুন: বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

এর আগে রোববার রাতে ওয়াটার বাসডুবির পর প্রায় ছয় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চলানো হয়। পরে রাত ২টা ৪০ মিনিটে উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে জানান, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী টাগবোট অগ্রদূত গতকাল রোববার দিনগত রাত ৮টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ যাত্রা শুরু করে। কিন্তু পোস্তগোলা ব্রিজের জন্য জাহাজটি ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে অগ্রদূত টাগবোটটি ডুবে যাওয়া ওয়াটার বাসটি টেনে পোস্তগোলার পাশে হাসনাবাদ এলাকায় নিয়ে যায়। এরপর আজ উদ্ধাকারী জাহাজ রুস্তম কর্তৃক ডুবে যাওয়া ওয়াটার বাসটি পানি থেকে উত্তোলন করে। তবে এসময় আর কোনো হতাহতের সন্ধান মেলেনি।

আরও পড়ুন: বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: তিনজনের মরদেহ উদ্ধার

রোববার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীসহ এ ওয়াটার বাসটি ডুবে যায়। এসময় অনেকে সাঁতারে তীরে পৌঁছাতে পারলেও অনেকেই নিখোঁজ হন। পরে উদ্ধারকারীরা ডুবে যাওয়া ওয়াটার বাসের তিন যাত্রীর মরদেহ উদ্ধার করে। জীবিত উদ্ধার পাঁচজনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

টিটি/এমকেআর/এএসএম