ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেড় বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২৫ বছর

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০২:৩৪ এএম, ১৯ জুলাই ২০২৩

দেড় বছরের সাজা এড়াতে ২৫ বছর পলাতক থাকা সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মিয়াকে (৭৩) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিরাজ মিয়া রাঙামাটি জেলার বরকল থানার দিবাকুর কুটিছড়া গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানিয়েছে, রাঙামাটি জেলার বরকল থানায় ১৯৯৮ সালে দায়ের হওয়া এক মামলায় সিরাজুল ইসলামকে দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি চার হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কিন্তু সাজা এড়াতে সিরাজুল ইসলাম এরপর থেকে দীর্ঘ ২৫ বছর পালিয়ে ছিলেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিরাজুল ইসলামকে বরকল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-৭।


ইকবাল হোসেন/কেএসআর