ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পেশাজীবী পরিষদের দোয়া মাহফিল

প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৭ মার্চ ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।  

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামে বাঙালি পেয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।  জনগণের কাছে বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়েই আছেন, এবং থাকবেন।
তারা বলেন, জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হবে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ননের  লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, বাঙালি জাতির অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বঙ্গবন্ধুকে বারবার জেলে যেতে হয়েছে তবুও তিনি কখনও পিছু হটেন নি।  

সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি জহির উদ্দীন মবু, মহাসচিব আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতা কর্মীরা।

এএস/এএইচ/আরআইপি