জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে বাধার মুখে পড়েছে পুলিশ। উভয় পক্ষই পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার(ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, বিহারিদের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও তারা বাধার মুখে পড়েন। পরে আরও অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
বিহারী ক্যাম্পের একটি সূত্র জানায়, মূলত: মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের কারণেই সংঘর্ষের শুরু হয়।
জেইউ/এএইচ/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর