ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিনে নানা কর্মসূচি পালন করছে বিইউপি

প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১৭ মার্চ ২০১৬

জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ নিজস্ব অফিসে বিইউপি এ কর্মসূচি পালন করে।   

দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে রয়েছে- মিলাদ মাহ্ফিল, বিশেষ মোনাজাত এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত চিত্র প্রদর্শন। এছাড়া বিইউপির ‘বিজয় অডিটোরিয়াম’-এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনাদর্শ ও নেতৃত্বের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি, পিএইচডি ও উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহসহ সকল ডিন, চীফ ফাইন্যান্স অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআই/আরএস/এবিএস