ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

গাছ লাগাতে ২০ কোটি টাকা বরাদ্দ ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৪ জুলাই ২০২৩

সবুজায়ন ও তাপমাত্রা সহনীয় পর্যায় রাখতে ২০২৩-২৪ অর্থবছরে বৃক্ষরোপণে ২০ কোটি টাকা বরাদ্দ রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া বনায়ন ও পরিচর্যার জন্য আরও ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে গুলশান-২ এ নগর ভবনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘সবুজে বাস বারো মাস’ স্লোগানে পরিকল্পিত বৃক্ষরোপণের মধ্য দিয়ে ঢাকাকে সবুজ শ্যামল নয়নাভিরাম শহরে পরিণত করার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাজেটে বৃক্ষরোপণের জন্য ২০ কোটি টাকা এবং বনায়ন ও পরিচর্যার জন্য ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, ক্লিনিং, গ্রিনিং শুরু ও ফিডিং এই তিনটিকে বিবেচনায় নিয়ে আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানো হবে। ডিএনসিসি এলাকার সব সড়ক বিভাজকে ও ফুটপাতকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে গাছ লাগানো হবে।

মেয়র বলেন, কোনো জায়গা খালি রাখতে চাই না। ফুটপাতে ছাতিম, বকুল, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, সোনালুসহ বিভিন্ন গাছ লাগানো হবে। আর আমাদের খালের পাশে বিভিন্ন ধরনের ফলজ গাছ, আম, জাম, কাঁঠাল ও ঔষধি গাছ লাগাবো। আমরা বন বিভাগের সঙ্গে আলাপ আলোচনা করে রসকাউ লাগাচ্ছি। রসকাউ ফলটা পাখিদের জন্য খুবই প্রিয়। ব্যাপকহারে বৃক্ষরোপণ শহরের তাপমাত্রা কমিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করবে বলে মন্তব্য করেন তিনি।

এমএমএ/এসএনআর/জেআইএম