ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শুক্রবার জেলায় জেলায় ব্যালট পেপার

প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৭ মার্চ ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট নেয়ার জন্য শুক্রবার থেকেই জেলায় জেলায় ব্যালট পেপার পাঠাবে  নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের জন্য এসব ব্যালট পেপার পাঠানো হবে। ২২ মার্চ ৭২১ ইউপিতে  এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজি প্রেস, গভঃমেন্ট প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি প্রিন্টিং প্রেস ও বিএমটিএফ প্রেসে এসব ব্যালট ছাপানো হচ্ছে।

ইসির উপ-সচিব রকিব উদ্দীন মণ্ডল বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, প্রথম পর্যায়ের ভোটগ্রহণের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ব্যালট পেপারও ছাপানো শেষ। শুক্রবার সকাল থেকে জেলা নির্বাচন কর্মকর্তারা পাঁচটি প্রেস থেকে ব্যালট পেপার সংগ্রহ করবেন।

এসব ইউপির জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রায় সাড়ে চার কোটি ব্যালট পেপার ছাপানো হয়েছে। এক্ষেত্রে ১২টি প্রতীক নিয়ে সাধারণ সদস্য পদে সবুজ রঙের ও ১০টি প্রতীক নিয়ে সংরক্ষিত পদের জন্য গোলাপী রঙের ব্যালট পেপারে ভোট দেবেন ভোটাররা। আর চেয়ারম্যান পদের জন্য থাকছে সাদা রঙের ব্যালট পেপার।

ব্যালট পেপারের সঙ্গে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন প্রকারের সিল, গালা, দড়ি, ব্যাগসহ বিভিন্ন নির্বাচনী উপকরণও সংগ্রহ করবেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে এসব নির্বাচনী উপকরণ নেবেন প্রিজাইডিং কর্মকর্তারা।

এইচএস/এসএইচএস/এবিএস

আরও পড়ুন