চট্টগ্রামে কিশোরী ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন
ফাইল ছবি
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। একই রায়ে আসামিদের ৩ লাখ করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, জোরারগঞ্জ থানাধীন ছত্তরুয়া গ্রামের কামরুল হোসেন (৩০) এবং একই গ্রামের মো. রাসেল (২৯)।
মামলার নথি সূত্রে জানাে গেছে, ২০১৩ সালের ১৭ অক্টোবর রাতে জোরারগঞ্জে এক কিশোরী ঘর থেকে প্রকৃতির ডাকে বের হয়। এসময় আগে থেকে লুকিয়ে থাকা দুই প্রতিবেশী ওই কিশোরীকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেন।
মামলায় একই বছরের ২১ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। বিচার চলাকালে আদালত সাত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি খন্দকার আরিফুল আলম বলেন, জোরারগঞ্জ থানার একটি ধর্ষণ মামলায় আসামি কামরুল হোসেন ও রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় কামরুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানমূলে কারাগারে পাঠানো হয়। অন্য আসামি রাসেল জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধেও পরোয়ানা জারি করেন আদালত।
এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস