ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রোহিঙ্গাদের জন্য বিশ্ব সম্প্রদায়কে হাত প্রসারিত করার আহ্বান ইইউ’র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৮ জুলাই ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় হাত আরও সম্প্রসারিত করার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ও ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি পৃথক টুইট বার্তায় এ আহ্বান জানান।

ইমন গিলমোর এক টুইট বার্তায় লিখেছেন, আন্তর্জাতিক দাতারা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ায় কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জনপ্রতি মাসিক ভাতা ১২ থেকে ১০ ডলারে নেমে আসে, পরে তা আরও কমে আট ডলার হয়ে যায়। এতে তাদের খাদ্যের পরিমাণও কমে আসে। এই কাটছাঁটের দৃশ্যটা দেখতে রোহিঙ্গাদের খাবারের ছবিযুক্ত করেন তিনি।

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তার টুইট বার্তায় লিখেছেন, খাদ্য সহায়তায় কাটছাঁট করায় কঠিন বাস্তবতার মুখে পড়েছে রোহিঙ্গা শিবির। অপর্যাপ্ত তহবিলের কারণে তাদের জনপ্রতি মাসিক ভাতা ১২ থেকে ১০ ডলারে নেমে আসে। পরে তা আরও কমে আট ডলার হয়ে যায়। এতে তাদের খাদ্যের পরিমাণও কমে আসে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের দিকে সহায়তার হাত আরও প্রসারিত করা।

এরআগে বৃহস্পতিবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছন ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় নানা অভাব-অভিযোগের পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার দাবি জানান রোহিঙ্গারা। ইইউর প্রতিনিধিদল মনোযোগসহকারে রোহিঙ্গাদের কথা শোনেন।

রোহিঙ্গারা তাদের জানান, দাতা সংস্থার পক্ষ থেকে আস্তে আস্তে আমাদের খাদ্য সামগ্রী কমিয়ে ফেলা হচ্ছে। আমরা প্রথমে পেতাম ১২৪০ টাকা, তা কমিয়ে ১০০০ টাকা করা হয়। এখন তা আরও কমিয়ে ৮৪০ টাকায় নামানো হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের চলাটা কঠিন হয়ে পড়বে।

আইএইচআর/এমএএইচ/এমএস