প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে সিইসি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গেট দিয়ে প্রবেশ করেন সিইসি। এসময় তার সঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, ইসি সচিব মো. জাহাংগীর আলম ও যুগ্ম সচিব (আইন) মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন।
এসময় সেখানে তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার মো. তারিক মোয়াজ্জেম হোসেন।
এরপর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাঘণ্টা প্রধান বিচারপতির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।সৌজন্য সাক্ষাৎ শেষে দুপুর ২ টার দিকে আপিল বিভাগের গেট দিয়ে বেরিয়ে যান।
বৈঠকে ইসির প্রতিনিধিদলে নির্বাচন কমিশনাররা থাকলেও সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
এফএইচ/কেএসআর/এমএএইচ/জেআইএম