ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সুন্দরবনে ট্যাংকার উদ্ধার অভিযান শুরু

প্রকাশিত: ০৫:১১ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারটি উদ্ধারে বেসরকারিভাবে অভিযান শুরু করেছে ‘খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’ নামে একটি জাহাজ। চুক্তিভিত্তিক এ উদ্ধার অভিযান বৃহস্পতিবার ভোরে শুরু হয়।

এদিকে ডুবন্ত ট্যাংকারের নিখোঁজ মাস্টারের কোনও খোঁজ এখনও মেলেনি। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জার আবুল কালাম আজাদ জানান, মালিক পক্ষের জাহাজ দিয়ে সকালে উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। তারা ডুমুরিয়া নোঙ্গর তোলাসহ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে। প্রতিটি পদক্ষেপই তাকে জানানো হচ্ছে। তিনি সার্বিক বিষয়ে মনিটরিং করছেন। মালিক পক্ষের জোবেদা-৫ রাতে ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।

মংলা বন্দর কর্তৃপক্ষের অপারেশনের সদস্য মো. আলতাফ হোসেন বলেন, `সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। ১০টায় একটি সভা হওয়ার কথা রয়েছে। সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় থেকে আসা সদস্যরা ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত থাকবেন। সভায় বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারন হতে পারে।`

মংলা বন্দরের হার্বার মাষ্টার কমান্ডার আক্তারুজ্জামান বলেন, `মালিক পক্ষের স্থানীয় জাহাজ দিয়ে উদ্ধার কাজের শুরুতে আপত্তি জানায় ডলফিন সংরক্ষণের সঙ্গে জড়িত বিদেশীরা। তাদের প্রস্তাব অনুযায়ী এখনও ডুবন্ত ট্যাংকারের চারপাশে বেরিকেড দেওয়ার (বুম করা) কাজ চলছে। এর ফলে ট্যাংকারটি তোলার পর আরও তেল নিঃসরণ হলে তা ছড়াতে পারবে না। যা পরিবেশবন্ধব হবে। এ কাজটি করছেন চীনের প্রতিনিধিরা। এ কাজ শেষে উদ্ধার কার্যক্রম শুরু হবে।`