ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, হেলমেট ভেঙে ঢুকলো চালকের গলায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৫ আগস্ট ২০২৩

রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট সড়ক এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালানোর সময় আবারও দুর্ঘটনা ঘটান এক প্রাইভেটকার চালক। কিন্তু ধরা পড়ার ভয়ে গাড়ি রেখেই পালিয়ে যান তিনি। প্রাইভেটকারের ধাক্কায় মো. রায়হান নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) বিকেলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বসুন্ধরা ৩০০ ফিট সড়কে একটি দ্রুতগতির গাড়ি পেছন থেকে চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। পরে গাড়িটি আরও কয়েকটা গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে চালক পালিয়ে যান। গাড়িটি আটক করা হয়েছে।

আরও পড়ুন>> রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির চাপায় প্রাণ গেলো নারীর

তিনি আরও বলেন, আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়ি চালক ও মালিক সম্পর্কে জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

আহত মোটরসাইকেল চালক মো. রায়হানের ছোট ভাই মো. জোবায়ের বলেন, আমার ভাই একটি ইভেন্ট ম্যানেজমেন্ট হাউজে কাজ করেন। কাজ শেষ করে মিরপুরের বাসায় ফিরছিলেন। বসুন্ধরা কনভেনশন সেন্টার পার হয়ে একটু সামনে আসার পরই পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। তিনি অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়েছিলেন। পরে পুলিশ উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তারা ফেরত দেয়। পরে আরেকটি হাসপাতাল ঘুরে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

জোবায়ের আরও বলেন, গাড়ির ধাক্কায় হেলমেট ভেঙে তার ভাইয়ের গলার ভেতরে ঢুকে যায়। অল্পের জন্য বেঁচে গেছেন। এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান জোবায়ের।

আরএসএম/ইএ/জেআইএম