ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হ্যাকিংয়ের সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৭ আগস্ট ২০২৩

হ্যাকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘সাইবার সিকিউরিটি আইন, ২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয় এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন: পরিবর্তন হচ্ছে নাম, সংশোধন আসছে বিভিন্ন ধারায়

বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বদলে ‘সাইবার সিকিউরিটি আইন’ করা হচ্ছে। একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় আনা হচ্ছে সংশোধন।

আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’-এর নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’।

আরএমএম/জেডএইচ/জিকেএস