ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিলবোর্ড ব্যানারে ছেয়ে গেছে রাজধানী

প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৯ মার্চ ২০১৬

জাতীয়তাবাদী দল বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলকে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো রাজধানী। থামাও ষড়যন্ত্র ফেরাও গণতন্ত্র, দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ অথবা গড়তে চাই দুর্নীতিমুক্ত দেশসহ নানা শ্লোগানে এসব বিলবোর্ড ব্যানার ও ফেস্টুন তৈরি করা হয়েছে।

রাজধানীর যে দিকেই চোখ যায় সেদিকেই বিএনপির কাউন্সিলকে সফল করুন সংবলিত এসব বিলবোর্ড ব্যানার চোখে পড়বে। বিশেষ করে আজ সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট সংলগ্ন রাস্তায় ও এর আশপাশ এলাকা ছেয়ে গেছে বিলবোর্ড ব্যানারে।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিএনপি দল হিসেবে দেশের অন্যতম বৃহত্তম দল। আওয়ামী লীগ নানাভাবে বিএনপিকে কোনঠাসা করে রাখার চেষ্টা করে আসছে। মানুষ নিজের গাঁটের টাকা খরচ করে দলকে ভালবেসে এসব ব্যানার বিলবোর্ড তৈরি করে প্রচারের কাজ করেছে।

bill-board
ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের নেতা কবির হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় আসছে গণতন্ত্রের পুনরুদ্ধার হবে, দেশে এখন কোনো গণতন্ত্রের ছিটাফোঁটাও নেই। বেগম জিয়া ও তারেক রহমানের হাতেই দেশে শান্তি ও গণতন্ত্র ফিরবে।

সাবেক এমপি হেলেন জেরিন খান বলেন, আওয়ামী লীগ নানাভাবে বিএনপির কাউন্সিল বানচাল করার চেষ্টা করেছে। আজ সবার কাছেই স্পষ্ট বিএনপি শক্তিশালী ও বৃহত্তম দল। আর এ কারণে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান।

জেইউ/এএস/এআরএস/আরআইপি