ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইউপি নির্বাচনের নিরাপত্তা নিয়ে কথা বলবেন আইজিপি

প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৯ মার্চ ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের সময় পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলবেন বাংলাদেশ পুলিশের প্রধান কর্তা (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রোববার সকাল সাড়ে ১১টায় পুলিশ হেড কোয়ার্টার্সে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোকপাত করবেন পুলিশের মহাপরিদর্শক।

এছাড়াও সংবাদ সম্মেলনে সারাদেশে নির্বাচন পূর্ববর্তী সহিংসতা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত এবং তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার নিখোঁজের বিষয়টি উঠে আসতে পারে।

সংবাদ সম্মেলনের আগে তিনি মেট্রোপলিটন এলাকাসমূহের কমিশনার, জেলার পুলিশ সুপার (এসপি), সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), র‍্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এআর/বিএ