ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জেনে নিন আন্তঃনগর ট্রেনে কোন খাবারের দাম কত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২২ পিএম, ১৪ আগস্ট ২০২৩

আন্তঃনগর ট্রেনের খাবারের দাম নিয়ে যাত্রীদের প্রায়ই সময় নানা অভিযোগ থাকে। কখনও কখনও খাবারের বেশি দাম নেওয়া হচ্ছে বলে আপত্তিও তোলেন তারা। আবার অনেকেই হয়তো জানেন না কোন খাবারের দাম আসলে কত? যদিও ট্রেনে খাবারের দাম নির্ধারণ করে রেখেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের সব আন্তঃনগর ট্রেনে যাত্রীদের মানসম্মত খাদ্য পরিবেশনের সুবিধার্থে ক্যাটারিং সার্ভিসে অভিন্ন খাদ্যমূল্য প্রণয়ন করে বাংলাদেশ রেলওয়ে। খাবারের বিভিন্ন ধরন ও মান অনুযায়ী খাদ্যমূল্য নির্ধারণ করা হয়। চলতি বছরের জুন মাসে নতুন একটি তালিকায় দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ রেলওয়ে।

কোন খাবারের দাম কত?

খাদ্য দ্রব্যের মান ও পরিমাণ অনুযায়ী ট্রেনে খাবারের দাম নির্ধারণ করা হয়। এসব খাদ্য দ্রব্যের মধ্যে প্রতি পিস চিকেন বার্গার ৮০ টাকা, চিকেন ফ্রাই (গরম এবং উন্নত মানের) ৮০ টাকা, চিকেন স্যান্ডউইচ ৬০ টাকা, পাউরুটি ১৫ টাকা, ঝালটোস্ট ২০ টাকা, চিকেন কাটলেট (স্পেশাল) ৭০ টাকা, চিকেন রোল ৬০ টাকা, ভ্যাজিটেবল রোল ৫০ টাকা, উন্নতমানের কাগজের কাপে পরিবেশন করা কফি মেটসহ উন্নতমানের গুড়া দিয়ে তৈরি কফি/উন্নতমানের মসলা দুধ চা ৩০ টাকা, উন্নতমানের কাগজের কাপে পরিবেশন করা রং চা বা মশলা চা ১৫ টাকা, উন্নতমানের কাগজের কাপে পরিবেশন করা দুধ চা (পাউডার দুধ) ২০ টাকা।

jagonews24

একটি বাটার/জেলি পাউরুটি ২০ টাকা, চিপস, চকলেট, বিস্কুট, কাপ কেক/প্যাকেট কেক, কোল্ড ড্রিংক্স, জুস, দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন নির্ধারিত মূল্যের (এমআরপি) চেয়ে ৫ টাকা বেশি, ইনস্টেন্ট কাপ নুডুলস, আইসক্রিম নির্ধারিত মূল্যের (এমআরপি) চেয়ে ১০ টাকা বেশি দামে ক্রয় করা যাবে।

এছাড়া প্রতি পিস আলু সিঙ্গারা বা ডালপুরির দাম ১৫ টাকা, পাটি সাপ্টা পিঠা ৫০ টাকা, উন্নতমানের লুইস প্লেন কেক ২৫ টাকা, সিদ্ধ ডিম ২০ টাকা, ১০০ গ্রাম মৌসুমি ফল ৪০ টাকা। বোলতজাত খাবার পানি বোতলের গায়ে নির্ধারিত মূল্যে ক্রয় করা যাবে।

খাবারের মধ্যে যেসব খাদ্য দ্রব্য রয়েছে প্রতি প্যাকেটের দাম দুটি পরোটা, ডাল-সবজি ৬০ টাকা, চিকেন ফ্রাই, ভেজিটেবল রোল, ঝাল টোস্ট, ছোট পানির বোতলের প্যাকেট নাস্তা ১৬০ টাকা, চিকেন বিরিয়ানি/প্লেইন পোলাও (মুরগীসহ), সিদ্ধ ডিম, সালাদ, ছোট পানির বোতল, টিস্যু পেপারসহ বক্সে পরিবেশন করা খাবার ১৯০ টাকা, ভাত, খাসি বা মুরগির মাংস অথবা এক পিস মাছ মিক্সড সবজি, ডাল (মসুর), সালাদ, ছোট পানির বোতল, টিস্যু পেপারসহ বক্সে পরিবেশন করা খাবার ১৭৫ টাকা, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সবজি, ছোট পানির বোতল ২০০ টাকা, কাচ্চি বিরিয়ানি, সালাদ, ছোট পানির বোতল, টিস্যু পেপারসহ বক্সে পরিবেশন করা খাবার ২৪০ টাকা।

আরএসএম/এসএনআর/জিকেএস