১০ পৌরসভা ও ৬০৮ ইউপিতে বিজিবি মোতায়েন
পৌরসভার নির্বাচন ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় ১০ পৌরসভায় ও ৬০৮টি ইউপিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
জাগো নিউজকে তিনি বলেন, আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় নির্বাচন শেষ না হওয়া অবধি বিজিবি মোতায়েন থাকবে।
এদিকে দ্বিতীয় ধাপে ১০টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ (রোববার)। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষে এসব পৌরসভা এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পৌরসভাগুলো হচ্ছে- রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝালকাঠী সদর, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাংগা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা।
অন্যদিকে, প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আগামী ২২ মার্চ মঙ্গলবার দেশের ৭৭৪ ইউনিয়নে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেইউ/আরএস/এমএস