ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজীবন চাকরির দাবি মুক্তিযোদ্ধাদের

প্রকাশিত: ০৮:২৫ এএম, ২০ মার্চ ২০১৬

চাকুরির বয়স আজীবন করার দাবি জানিয়েছে চাকুরিজীবী মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, অন্যরা যদি ৬৫ ও ৬৭ বছর চাকুরির সুযোগ পায়, তাহলে যারা জীবনের মায়া ত্যাগ করে  মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ছিলেন, জাতীর এসব শ্রেষ্ঠ সন্তান কেন সাধারণ চাকুরিজীবীদের চেয়ে বেশি দিন চাকরির সুযোগ পাবে না তা বোধগম্য নয়।

তারা বলেন, মুক্তিযোদ্ধাদের চাকরি থেকে অবসরের কোন নির্দিষ্ট সীমারেখা থাকার কথা নয়। কেননা মুক্তিযোদ্ধা ও যুদ্ধ কোন স্থান কাল বা সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তাই তাদের চাকরির মেয়াদ হওয়া উচিৎ আজীবন।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক হেদায়েতুল বারী, সদস্য সচিব আব্দুল হালিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এএস/ এমএমজেড/ এএইচ/এবিএস