‘আইন লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে সিগারেটের কোম্পানি’
প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে তামাক উৎপাদনকারী বিভিন্ন কোম্পানি সিগারেটের প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে তামাক কোম্পানিগুলোর আইন ভঙ্গের প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ জানায় সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুযায়ী ১৯ মার্চ থেকে সকল তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ সতর্কবাণী প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৬ মার্চ জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ওই গণবিজ্ঞপ্তির পূর্বে ব্রিটিশ আমেরিকান টোবাকোকে বিভিন্ন স্থানে সিগারেটের মোড়ক পরিবর্তনের প্রচারণার নামে লিফলেট, হ্যান্ডবিলসহ মূলত নিজেদের প্রচারণা চালাতে দেখা গেছে।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ‘সিগারেটের মোড়ক পরিবর্তনের প্রচারণার আড়ালে বিএটি তামাকজাত দ্রব্যের প্রচারণা চালাচ্ছে। যার সচিত্র সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিএটির এমন প্রচারণা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫ এর ১ (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।
সচিত্র সতর্কবাণী ব্যতীত সিগারেট বা সিগারেটের মোড়ক ধ্বংস ও বাজেয়াপ্ত এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
সমাবেশে বাংলাদেশ তামাক বিরোধী জোটসহ সেবামূলক বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এএস/এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ভিয়েতনামে বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার শোক
- ২ কিছু ব্যবসায়ী ও আমলা সৌরবিদ্যুৎ প্রকল্পে বাধা দিচ্ছে: ফাওজুল কবির
- ৩ জাগপার নিবন্ধন পুনর্বহাল, নতুন প্রতীক চশমা
- ৪ গত ১৫ মাসে হামলা-মামলা-হত্যার শিকার ১০৭৩ সাংবাদিক: টিআইবি
- ৫ সুন্দরভাবে প্রকল্প বরাদ্দ নেই কিন্তু বাস্তবায়নের ধারেকাছে থাকি না