নদীভাঙন রোধে কার্যক্রম জোরদারে মন্ত্রণালয়কে সুপারিশ
দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে নদীভাঙন রোধে চলমান কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।
মঙ্গলবার (২২ আগস্ট) কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজের সভাপতিত্বে ২০তম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, মো. মাহবুবউল আলম হানিফ এবং নাহিদ ইজাহার খান বৈঠকে অংশ নেন।
বৈঠকে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান বাঁধ নির্মাণ প্রকল্প; বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ পানি উন্য়ন বোর্ডের গৃহীত কার্যক্রম; নদীভাঙনের কবল থেকে দেশের বিভিন্ন শহর, হাট-বাজার, বসতবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ সংরক্ষণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত কার্যক্রম; দেশের উপকূলীয় এলাকার লবণাক্ততার অনুপ্রবেশ রোধ এবং মরুকরণ প্রশমনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গৃহীত কার্যক্রম; দেশের বিভিন্ন এলাকায় নদীভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিগত ১০ বছরের অডিট আপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বিভিন্ন সংস্থা কর্তৃক খাল খননের কারণে সমন্বয়হীনতা ও ব্যবস্থাপনার জটিলতা এড়াতে যে কোনো একটি সংস্থার মাধ্যমে খাল খননের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে বাঁধ নির্মাণে টেকসই প্রযুক্তি ব্যবহার ও পরিবেশবান্ধব বাঁধ নির্মাণ এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততার অনুপ্রবেশ রোধে টেকসই ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে পাউবোর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং এর প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিগত ১০ বছরের অডিট আপত্তিগুলো নিষ্পত্তির লক্ষ্যে ত্রিপক্ষীয় সভা আহ্বানের যথাযথ ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবসহ পরিবারের সদস্যরা, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ বাঙালি, সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা শহীদসহ সব শহীদের রুহের শান্তি কামনা করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিনিধি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পূর্ত অডিট অধিদপ্তরের মহাপরিচালকদ্বয়, পানি সম্পদ মন্ত্রণালয়, পাউবো এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএইচআর/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি