ভারত সরকারের বৃক্তি পেলেন মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা
মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের মধ্যে ভারত সরকারের বৃত্তির চেক রোববার হস্তান্তর করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঢাকা অঞ্চলের মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের মধ্যে চেক হস্তান্তর করেন।
ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভারত সরকার ২০০৬ সালে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের মধ্যে উচ্চ মাধ্যমিক ও স্নাতক-পূর্ব শিক্ষার্থীদের জন্য এই ‘মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিম’ চালু করে।
স্নাতক-পূর্ব শিক্ষার্থীরা বছরে ২৪ হাজার টাকা করে ৪ বছর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা বছরে ১০ হাজার টাকা করে ২ বছর এ বৃত্তি পেয়ে থাকে। এ পর্যন্ত ৯ হাজার ৫শ’ শিক্ষার্থী এ স্কিমে উপকৃত হয়েছে এবং ১৩ কোটি টাকা বণ্টন করা হয়েছে।
প্রত্যেক বিভাগ থেকে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের মনোনীত করা হয়। জাতীয় জাদুঘরের অনুরূপ অনুষ্ঠান পরবর্তী কয়েক সপ্তাহ ধরে সকল বিভাগে আয়োজন করা হবে বলে ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় জাদুঘরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
একে/এমএস