বিশেষ সেল গঠনের দাবি দলিতদের
জাতীয় মানবাধিকার কমিশনে এবং নারী ও শিশু মন্ত্রণালয়ে দলিতদের জন্য বিশেষ সেল গঠনের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলিত নারী আন্দোলন, বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে তারা অভিযোগ করেন, সমাজের বৃহত্তর অংশের কাছে দলিতরা এখনও অস্পৃশ্যই রয়ে গেছেন। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েই তাদের জীবন যাপন করতে হয়। এমনকি পাবলিক স্পেস ব্যবহারের সুযোগও তারা পান না। মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে-
দলিত সমাজের মানবাধিকার সংরক্ষণে সরকারকে অতি সত্তর সংসদে বর্ণবৈষম্য বিলোপ সংক্রান্ত আইন পাস করতে হবে।
পাবলিক ও প্রাইভেট ক্ষেত্রে অস্পৃশ্যতার চর্চা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষোণা দিতে হবে। সকল সামাজিক কর্মকাণ্ডে দলিতদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনের সহযোগিতায় ছিলো শারি এবং ব্রট নামাক দুইটি সংগঠন।
এএস/এমএমজেড/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ বিমানবন্দরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির আধুনিক ডিভাইসসহ আটক ২
- ২ হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে, যেকোনো সময় গ্রেফতার
- ৩ এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা
- ৪ হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সহযোগিতার নিশ্চয়তা
- ৫ হাদিকে গুলির রক্তাক্ত ঘটনাস্থল ঘেরা ক্রাইমসিন টেপ দিয়ে