ভারতীয় হাইকমিশনার
সীমান্ত বাণিজ্য বাড়াতে ৭ স্থলবন্দর নির্মাণের চিন্তা করছে ভারত
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অন্যতম বাণিজ্য সহযোগী। বিশেষ করে চট্টগ্রামের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বাণিজ্য সম্ভাবনা রয়েছে। এজন্য উভয় দেশের মধ্যে ট্রেড ফ্যাসিলিটি আরও বাড়াতে হবে। দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সমুদ্র, নৌ ও স্থল বন্দরগুলোর কানেক্টিভিটির পাশাপাশি আধুনিকায়নের ওপর জোর দিতে হবে। সীমান্ত বাণিজ্য বাড়াতে আরও ৭টি স্থল বন্দর গড়ে তোলার চিন্তা-ভাবনা করছে ভারত।
শনিবার (২৬ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ভারতীয় হাই কমিশনার।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহজীকরণ করতে আমদানি-রপ্তানি পণ্য কীভাবে কমন টেস্টিং ফ্যাসিলিটির আওতায় আনা যায়, সে বিষয়ে উভয় দেশকে কাজ করতে হবে। সভায় চট্টগ্রাম তথা বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের একক এবং যৌথ বিনিয়োগের জন্য চেম্বার টু চেম্বার যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ভারত বাংলাদেশের অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। দু’দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বে উদাহরণ তৈরি করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে রুপিতে বিনিময়ে আন্তঃবাণিজ্য বাড়াতে সহায়ক হবে। এছাড়া ভারত ৭টি প্রয়োজনীয় পণ্য রপ্তানি কোটায় বাংলাদেশকে রাখায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশ সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন হলো প্রস্তাবিত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ)। এটি উভয় দেশের জন্য গেইম চেঞ্জার হবে। যার মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
চেম্বার সভাপতি আরও বলেন, কানেক্টিভিটির দিক দিয়ে চট্টগ্রামের সঙ্গে ভারতের মাল্টিমোডাল কানেক্টিভিটির সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভারতীয় বিনিয়োগকারীদের চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম চেম্বার সভাপতি ও এফবিসিসিআইর নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, পরিচালক অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান টুটুল ও নবনির্বাচিত পরিচালক মাহফুজুল হক শাহ বক্তব্য দেন।
এসময় অন্যান্যদের মধ্যে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, চেম্বার পরিচালক মো অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোহাম্মদ আদনানুল ইসলাম, নবনির্বাচিত পরিচালক মাহবুবুল হক মিয়াসহ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন/এমএএইচ/