ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪
ফাইল ছবি
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (২৬ আগস্ট) সকাল ৬টা থেকে আজ (২৭ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ২০ পিস ইয়াবা, ৯৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার ৫৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।
বিএ/জেআইএম