কোথায় গিয়ে কার শিং গজালো সেটা তো আমি দেখতে পারবো না
বিএনপি নেতাদের সিঙ্গাপুর সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোথায় গিয়ে কার শিং গজালো সেটা তো আমি দেখতে পারবো না। তারপরও যেহেতু বলেছেন, আমাদের গোয়েন্দা সংস্থাকে সেটা দেখতে হবে, দেখবে। তবে ওটা নিয়ে আমি চিন্তা করি না।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে ভালো কাজটাই করেছি, একটা পক্ষ বিরোধিতা বা সমালোচনা করেছে। পরে আবার দেখেছি, তারাই সেটার সুফল ভোগ করেছে। আজ যারা পেনশনের সমালোচনা করছে, তারাও এটার মধ্যে আসবে দেখবেন। তাই আমি বলবো এই অর্বাচীনদের কথায় কান না দিয়ে নিজের কাজ নিজে করুন। আমরা জনগণের কল্যাণে কাজ করি, জনগণ সেটা দেখে এবং বোঝে।
আরও পড়ুন>> এতই আত্মবিশ্বাস থাকলে বিবৃতি ভিক্ষা করে বেড়ান কেন
দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিন্ডিকেট ভাঙা যাবে না, এটা কোনো কথা নয়। কে কত বড় শক্তিশালী আমি দেখবো। সিন্ডিকেট ভাঙা যাবে না এমন কিছু বাণিজ্যমন্ত্রী বললে তাকে আমি ধরবো।
উৎপাদন বাড়িয়ে এবং বিকল্প ব্যবস্থা করে আমরা এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।
অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শেখ হাসিনা বলেন, নির্বাচনে অংশগ্রহণটা কার? ভোট চোরদের, ভোট ডাকাতদের, খুনি, জাতির পিতার হত্যাকারী, ২১ আগস্টের হামলা কারীদের? এদেরকে মানুষ চায়? এদের প্রতি তো মানুষের ঘৃণা আছে। ২০০৮ সালে প্রমাণ হয়েছে। আমার কাছে অংশগ্রহণ বলতে, জনগণের অংশগ্রহণ, সেটা থাকবে। জনগণ এরই মধ্যে সব নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশের যখন গেলাম। যার সঙ্গে দেখা হয়েছে। বলে, কী করে বাংলাদেশ এত উন্নতি করলো? আর দেশের এরা এটা বলে না। তারা পরশ্রীকাতরতায় ভোগে। আমি ওটা নিয়ে চিন্তা করি না। যতক্ষণ আছি, দেশের জন্য কাজ করে যাবো।
আরও পড়ুন>> ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলিওনি: প্রধানমন্ত্রী
ড. ইউনূসকে নিয়ে বিবৃতিদাতাদের বিশেষজ্ঞ পাঠিয়ে তার মামলার বিষয়গুলো যাচাই করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিবৃতি না দিয়ে তাদের ক্লায়েন্টের জন্য অভিজ্ঞ লোক পাঠাক। তারা কাগপত্র ঘেঁটে দেখুক, এটা আসলে কী, মামলা তো আমরা করিনি। এনবিআর থেকে আয়কর ফাঁকির মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত লেবাররা মামলা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি খুঁজে বেড়াচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতে বলেছেন, কিন্তু দুর্নীতিবাজ পছন্দের লোক হলে আবার এগুলো নিয়ে কথা আসছে। কেন? আইন তো তার নিজস্ব গতিতে চলবে।
এসইউজে/ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি