ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিলেট নলেজ পার্কের ভিত্তি স্থাপন, ব্যয় হবে ১৭৫ কোটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ৩১ আগস্ট ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জে ‘নলেজ পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের ভেতরে ২ দশমিক ৮৫ একর জায়গায় এ ‘নলেজ পার্ক’ স্থাপন করা হচ্ছে। এ পার্কের নির্মাণকাজ শেষ হলে এখানে প্রায় ১০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রকল্পের আওতায় প্রতি বছর ৩০০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, সরকারের রূপকল্প ২০৪১ অনুযায়ী স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে আইসিটি সেক্টর হবে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এ প্রকল্প এলাকা সিলেট শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। এছাড়া বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার এবং নতুন রেলস্টেশন থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে, যা বিনিয়োগের জন্য খুবই উপযোগী।

jagonews24

প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন খুবই উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। এ হাইটেক পার্কে দক্ষ মানবসম্পদ সৃষ্টিসহ বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হবে, যা এ অঞ্চলের অর্থনীতির আমূল পরিবর্তনে অসামান্য অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে আইরিশ ইলেকট্রনিক্স লিমিটেড এক একর জমিতে হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রিক গাড়ি প্রস্তুত করবে। এখানে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। ফলে প্রায় ২০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া টুগেদার আইটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ পার্কে এক একর জমিতে ফ্রিজ, কনডেনসার এবং এসির কম্প্রেসার প্রস্তুত করবে। প্রাথমিকভাবে তারা ১০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং ১০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বৃহস্পতিবার একই সঙ্গে এ দুটি কোম্পানির নির্মাণকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরউল্লাহ্ বলেন, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের একটি ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিলেটের এ পার্ক থেকে ভারতের সেভেন সিস্টারসের বাজারে প্রবেশের ব্যাপক সম্ভাবনা থাকায় দেশি-বিদেশি আরও অনেক কোম্পানি এ পার্কে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। এ কারণে আমরা এ পার্কে দক্ষ জনবল সৃষ্টির জন্য শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি।

এদিকে, ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একই পার্কে নির্মাণের শেষ পর্যায়ে থাকা ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী।

এএএইচ/এমকেআর/জিকেএস