ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ডা. এবিএম আব্দুল্লাহ

এডিস মশা গৃহপালিত, ঘরে জমানো পানিতে বেশি জন্মায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১০ পিএম, ৩১ আগস্ট ২০২৩

এডিস মশা ঘরে এবং বাইরে দুই জায়গাতেই জন্মায়। তবে এটি ঘরে জমানো পানিতে বেশি জন্মায় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘এডিস মশাকে অনেক সময় বলা হয় এটি গৃহপালিত মশা। তাই এডিস মশা নিয়ন্ত্রণে ঘর-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে নিজেদের বাঁচাতে চেষ্টা করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে এই আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

প্রচারণা অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএমএ/কেএসআর/জেআইএম