ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চোখে মলম লাগিয়ে নিয়ে গেলো ১ লাখ ৩৫ হাজার টাকা

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর পল্টন এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তার চোখে মলম লাগিয়ে এক লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন অজ্ঞানপার্টির সদস্যরা। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোজাম্মেল (৩৫) এমএক্স৩ লিঙ্ককার লিমিটেড নামে প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন>> দিনে ভিন্ন পেশা, রাতে তারা ডাকাত

মোজাম্মেলকে ঢামেকে নিয়ে আসা তার সহকর্মী মো. ফারুক হোসেন জানান, পল্টনের চায়না টাউনে তাদের অফিস। তাদের হিসাবরক্ষণ কর্মকর্তা মোজাম্মেল দুপুর ১২টার দিকে পল্টনে একটি ব্যাংকের শাখা থেকে এক লাখ ৩৫ হাজার টাকা তুলে অফিসে ফিরছিলেন। পথে তার চোখে মলম লাগিয়ে কাছে থাকা টাকা নিয়ে নেন অজ্ঞানপার্টির সদস্যরা। পরে খবর পেয়ে তারা মোজাম্মেলকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, মোজাম্মেলের গ্রামের বাড়ি বরিশালে। তিনি রাজধানীর ধানমন্ডিতে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মোজাম্মেলের চিকিৎসা চলছে। তিনি সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কাজী আল-আমিন/ইএ/এএসএম