ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জাপানের নারিতায় অংশীজনদের সঙ্গে বিমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ রুটে ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে বিমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) জাপানের নারিতার হোটেলওয়েলকোয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, জাপানে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত দুর্গা বাহাদুর সুবেদি, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও আকিহিকো তামুরা, জাপানে বিমানের জিএসএ ওয়েস্টার্ন অ্যাসোসিয়েশন আইএনসির প্রেসিডেন্ট তোমোইচি ওনিশি, জাপানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের বাণিজ্যবিষয়ক ফার্স্ট সেক্রেটারি সুরেশ লাকাভাথ এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক উনো আনরি প্রমুখ।

আরও পড়ুন>> ১৭ বছর পর ফের নারিতা ফ্লাইট চালু করলো বিমান

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে শফিউল আজিম বলেন, বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যে যোগাযোগব্যবস্থাকে সহজ করেছে। এর ফলে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, সাংস্কৃতিক বিনিময় হবে, পাশাপাশি পর্যটন শিল্পেরও প্রসার ঘটবে।

এ রুটটি চালুর ক্ষেত্রে সার্বিক নির্দেশনা ও আন্তরিক সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে জাপান ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, জিএসএসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এবং জাপানিজ ডেলিগেটসদের বিমানে ভ্রমণের আমন্ত্রণ জানান।

এমএমএ/এমএএইচ/জেআইএম