শাটল ট্রেনের ছাদে গাছের ধাক্কায় আহত তিন শিক্ষার্থী আইসিইউতে
রাতের শাটল ট্রেনের ছাদে চড়ে বৃহস্পতিবার ক্যাম্পাসে ফেরার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিওতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত অন্যদের মধ্যে ৫ জন চমেকের নিউরো সার্জারি এবং ৮ জন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক।
আইসিইউতে থাকা তিন শিক্ষার্থী হলেন, আমজাদ হোসেন সোহাগ (১৮), বাংলা বিভাগের খলিলুর রহমান (২২) এবং লোকপ্রশাসন বিভাগের অংসইনু মারমা (২১)। তাছাড়া হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের তাইজুল ইসলাম (২১), আবু সাইদ (২৪), ইংরেজি বিভাগের মোহাম্মদ সান (২১), নৃ বিজ্ঞান বিভাগের রাফসান (২৩) এবং আসলাম (২২)।
এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নগরীর বটতলী স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে যাওয়া শাটল ট্রেনটি চৌধুরীহাট এলাকায় পৌঁছালে শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হন। এতে শাটলের ছাদে থাকা অন্তত ২০ জনের মতো শিক্ষার্থী অন্ধকারে নুয়ে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। তাদের মধ্যে ১৬ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে