ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ভোলা থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১০:০১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ভোলা থেকে অপহৃত এক কিশোরীকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার শের শাহ কলোনি থেকে উদ্ধার করেছে র‌্যাব।

এসময় অপহরণকারী মো. রিয়াজকে (২৬) গ্রেফতার করা হয়। গ্রেফতার রিয়াজ ভোলা জেলার দৌলতখান থানার মধ্য জয়নগর গ্রামের মো. লোকমানের ছেলে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি বলেন, অপহৃত কিশোরীকে কলেজে যাওয়ার সময় উত্ত্যক্ত করতো গ্রেফতার রিয়াজ। গত ১১ আগস্ট সকালে কলেজে যাওয়ার পথে রিয়াজসহ তার কয়েকজন সহযোগী মিলে তাকে অপহরণ করেন। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন।

পরে অপহরণকারীর অবস্থান চট্টগ্রামে জানতে পেরে র‌্যাব- ৭ এ অভিযোগ দেয়া হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয় বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

এমডিআইএইচ/এসটি/এমএস