আত্মীয় বাড়িতে বেড়াতে এসে দগ্ধ র্যাব সদস্য
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, র্যাব সদস্য অভিজিৎ সিং (২৮) ও টুম্পা রানী দাস (২২)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
তাদের হাসপাতালে নিয়ে আসা বন্ধু জনি বলেন, অভিজিৎ সিং র্যাব-১১ এর সদস্য। ছুটিতে থাকা অবস্থায় বুধবার (১৩ সেপ্টেম্বর) তার এক বান্ধবীকে নিয়ে নিতাইগঞ্জের লাল বিল্ডিং এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই ঘুমন্ত অবস্থায় ভোরের দিকে আগুনে দগ্ধ হন তারা। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, অভিজিৎ সিংয়ের শরীরের ৯০ শতাংশ ও টুম্পা রানীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী আল আমিন/এসটি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ কম খরচে ইথিওপিয়ান এয়ারলাইন্সে যেতে পারবেন বাংলাদেশের সেনাসদস্যরা
- ২ ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
- ৩ ছাত্র আন্দোলনে গুলিতে লিজার মৃত্যু: ১৭ মাস পর এক আসামি গ্রেফতার
- ৪ ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল
- ৫ প্রার্থিতা ফিরে পেতে তিন দিনে ইসিতে ২৯৫ প্রার্থীর আপিল