ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লাল সবুজের পতাকা উড়াতে সোহরাওয়ার্দী উদ্যানে শিশুদের ঢল

প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৩ মার্চ ২০১৬

চার বছরের শিশু ফারদিন। বাবা মায়ের হাত ধরে সঙ্গে আজ (বুধবার) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে। শিখা চিরন্তরের সামনে এসে অবাক বিস্ময়ে গাছে ঝুলে থাকা স্বরবর্ণের প্রথম বর্ণমালা ‘অ’ অক্ষরটির দিকে তাকিয়ে থেকে বাবা মাকে জিজ্ঞেস করলো মা অ না বইতে থাকে, অ কি গাছেও থাকে। শিশু কন্যার প্রশ্ন শুনে মা বাবা উভয়ে মুচকি হাসলেন।

Child

ছেলেকে কাছে ডেকে নিয়ে বললেন, বাবা আজ ঐতিহাসিক এই উদ্যানে জাতীয় পতাকা দিবস পালিত হবে। তাই সুন্দর করে আশেপাশে সাজানো হয়েছে। তোমরা ছোট্ট শিশুরা সবই মিলে আজ লাল সবুজের পতাকা উড়াবে ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিবে।

যতই বেলা গড়াতে থাকে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে প্রাইমারি স্কুলের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভীড় বাড়তে থাকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় পতাকা দিবসে লাল সবুজের পতাকা মিছিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, জাতীয় পতাকার মর্যাদা রক্ষার শপথ ও পতাকার জন্য গান গাওয়াসহ দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকে শিখা চিরন্তন সংলগ্ন খোলা মাঠে ছুটে আসতে থাকেন।

Child

রাজধানীর বিভিন্ন প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা কেউ লাল সবুজের পতাকার রংয়ের ড্রেস পড়ে, কেউ হাতে চিত্রাঙ্কনের সামগ্রীর ব্যাগ নিয়ে কেউবা শিক্ষকের নির্দেশে সারিবদ্ধভাবে অনুষ্ঠানস্থলে আসতে থাকে।

আজ ভোরে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত জাতীয় পতাকা দিবস ২০১৬ এর ব্যানার লাগানোর কাজে ব্যস্ত দু’জন শ্রমিক।

Child

সোহরাওয়ার্দী উদ্যানের একাধিক নিরাপত্তাকর্মী জানালেন, সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হবে। গত দুদিন তিনদিন ধরে ষ্টেজ নির্মাণসহ বিভিন্ন কাজে শ্রমিকরা কাজ করেছে।

দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা জানান, স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে সকাল ৮টার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আসার নির্দেশ দেয়ায় তিনি একটু আগেই চলে এসেছেন। কিন্তু এখানে এসে শুনে ১০টার আগে হয়তো অনুষ্ঠান শুরু হবে না।

Child

রাজধানীর সেন্ট গ্রেগরী স্কুলের ছাত্র স্বদেশ রায় মায়ের সাথে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন। তার মা শিখা চিরন্তনের সামনে এসে প্রতিযোগিতায় অংশ নিতে শিশুরা কোথায় বসবে তা জানতে আয়োজকদের খোঁজ নিচ্ছিলেন। যতই বেলা গড়াতে থাকে ততই শিশুদের অংশগ্রহণ বাড়তে থাকে। 

এমইইউ/জেএইচ/পিআর