ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইউপি ভোটে অনিয়ম : সাতক্ষীরার এসপিকে ইসির তলব

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৩ মার্চ ২০১৬

প্রথম ধাপের প্রথম দিনে শেষ হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের জন্য এক পুলিশ কর্মকর্তাকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাতক্ষীরা জেলায় ১৪টি কেন্দ্রে ভোটের আগের রাতে সিল মারা ও ভোটগ্রহণ বন্ধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারকে (এসপি) ইসিতে তলব করা হচ্ছে।

বুধবার এ সংক্রান্ত একটি চিঠি এসপি বরাবর পাঠানো হবে। তবে কবে তাকে আসতে বলা হবে সেই তারিখটি এখনো ঠিক হয়নি বলে জানান ইসির উপ-সচিব মো. সামসুল আলম।

তিনি বলেন, সাতক্ষীরায় নির্বাচনী সহিংসতার দায় এড়াতে পারেন না তিনি। তাই তাকে জবাবদিহি করতে হবে। দোষ প্রমাণিত হলে শাস্তি দেয়া হবে।

এইচএস/এআরএস/আরআইপি