আকবরশাহে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত
ফাইল ছবি
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় বিদ্যুৎপৃষ্টে সুব্রত দত্ত (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত পৌনে ১২টার দিকে আকবর শাহ থানার লতিফপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুব্রত ওই এলাকার মহাজন বাড়ির কৃষ্ণ দত্তের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের গনেশ পূজা উপলক্ষে মণ্ডপে সাজসজ্জার কাজ চলছিল। সোমবার দিবাগত রাতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরুল আলম আশেক বলেন, আকবরশাহ এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত নামের এক আহত তরুণকে রাত ১২টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নিষেধাজ্ঞা উপেক্ষা, পুরান ঢাকায় মধ্যরাতে আতশবাজি ও উচ্চশব্দে গান
- ২ ডিউটি শেষে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
- ৩ ২০২৬: নতুন বছরের আলোয় হারানোর বেদনা ভুলে বড় হোক অর্জনের খাতা
- ৪ নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা শহরজুড়ে আতশবাজি
- ৫ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা