ডিএনসিসি
বৃষ্টির পানি জমে থাকলে ১৬১০৬ নম্বরে কল করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোথাও বৃষ্টির পানি জমে থাকলে সংস্থাটির হট লাইন নম্বর ১৬১০৬-এ ফোন করার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ডিএনসিসির ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়।
সেখানে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত থেকে নগরীর বিভিন্ন এলাকায় জমে থাকা বৃষ্টির পানি অপসাণের কাজ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ। বিভিন্ন ড্রেন ও নালার মুখ থেকে পলিথিনসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করা হচ্ছে, যেন জমে থাকা পানি দ্রুত সরে যেতে পারে।
আরও পড়ুন: মিরপুরে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু
ফেসবুক পেজে নগরীর জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির কার্যক্রমের কিছু ছবিও শেয়ার করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকায় ১২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। তবে শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ অনেকটাই রোদময়।
আরও পড়ুন: ‘অথৈ পানিতে’ ডুবেছে ঢাকার সড়ক, তীব্র যানজট
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবারও সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের তিন বিভাগের কোথাও কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
এমএমএ/এমকেআর/এমএস