ঢাকায় পিকআপের ধাক্কায় প্রাণ গেলো গাড়িচালকের
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ রাসেল (২৯) নামের এক গাড়িচালক নিহত হয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত একটার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শতভাগ দগ্ধ শরীরে লড়ছিলেন সোহান, মারা গেলেন গভীর রাতে
নিহতের ভাই ফাহিম জানান, রাসেল গাড়িচালক ছিলেন। কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় মুরগি বহনকারী এক পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
রাসেল লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার আবুল কাশেমের ছেলে। পেশাগত কারণে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন: মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ হাদির খুনে রাষ্ট্রযন্ত্র জড়িত, কাগুজে চার্জশিট মানি না: জাবের
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব